বিনোদন

অভিনেত্রী শমা এবার বলিউড প্রযোজকদের নিয়ে মুখ খুললেন

 বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী শমা সিকন্দরের দাবি করেন, তিনিও বলিউডের কাস্টিং কাউচের মুখোমুখি হয়েছেন। তবে তিনি এ কথাও জানিয়েছেন, এখন হিন্দি সিনেমার জগৎ অনেক পেশাদার। কমবয়সি প্রযোজকরা বিনিময়ে বিশ্বাসী নন। খবর আনন্দবাজার।

বলিউডের ‘কাস্টিং কাউচ’ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শমা সিকন্দর। বললেন বলিউডে একটা সময়ে কাজের বদলে শরীর চাওয়াই ছিল ধারা। তাতে সকলে গা না ভাসালেও ক্ষমতার শীর্ষে থাকার সুযোগ নিতেন অনেকেই। শমা নিজেও সেই ‘সুযোগ নেয়া’র শিকার হয়েছেন বলে জানালেন অভিনেত্রী।শমা জানিয়েছেন, সরাসরি কুপ্রস্তাব দেয়া হয়নি তাকে। তবে অনেক প্রযোজক চাইতেন তার বন্ধু হতে। ব্যক্তিগত ভাবে এমন বহু বন্ধুত্বের প্রস্তাব পেয়েছেন শমা। যে বন্ধুত্ব শমার কথায় আদতে নির্ভেজাল নয়, বরং যৌন ঘনিষ্ঠতার আহ্বান

শমা বলেছেন, কাজের জন্য অনুরোধ করতে গিয়ে প্রযোজকরা বন্ধুত্বের কথা বলেছেন। আমার প্রশ্ন ছিল, আরে একসঙ্গে কাজই যদি না করি, তা হলে বন্ধুত্ব কী করে হবে! শরীরের বদলে কাজ চাওয়ার এই গোটা ভাবনাটাই আমার নিম্নরুচির মনে হয়েছে বরাবর। আত্মবিশ্বাসের অত্যন্ত অভাব থাকলেই কেউ এই ফাঁদে পা দিতে পারে।

২ Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button