আশাশুনি ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিতদের বিক্ষোভ ও সমাবেশ
আশাশুনি উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিত নেতা ও কর্মী সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ত্যাগী ছাত্রলীগ নেতাদের পদ না দিয়ে টাকার বিনিময়ে অবৈধ উপজেলা ছাত্রলীগের পকেট কমিটি অনুমোদন দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
বুধবার বিকালে এ উপলক্ষে বিক্ষোভ মিছিল আশাশুনি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আশাশুনি জনতা ব্যাংক মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আশাশুনি সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাইমুন ইসলাম তারিকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শোভনালী ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিঠুন আলী, উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন গত ৫ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অবৈধভাবে মোটা অংকের অর্থের বিনিময়ে আশাশুনি উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির সভাপতি রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক মিঠুন ইসলামের কমিটি অনুমোদন দেন। কিন্তু আশাশুনি উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রাসেলের পরিবার বিএনপি ও স্বাধীনতা বিরোধী শক্তির লোক। তাদের হাতে ছাত্রলীগ নিরাপদ নয়। এ সময় পদবঞ্চিত নেতারা কমিটির সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক মিঠুন ইসলামকে অব্যহতি ও কমিটি বিলুপ্তির দাবি জানান।
বিক্ষোভ সমাবেশ চলাকালীন সময়ে উপজেলা ছাত্রলীগের পকেট কমিটি অনুমোদন দেওয়ায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজ, ছাত্রলীগ নেতা শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।