শ্যামনগর

ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ১৮/১০/২০২২ ইং, রোজ মঙ্গলবার ১২ নং গাবুরা ইউনিয়ন পরিষদ হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের সিনিয়র অপারেশন ম্যানেজার আশিষ কুমার হালদার, ডেপুটি অপারেশন ম্যানেজার প্রনতি কন্তা, দুর্যোগের প্রকল্প অফিসার দীপঙ্কর সাহা, খগেন্দ্রনাথ সরকার ও রেমা মারিডা সাহা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সকল সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বিগত দিনে ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের আওতায় দক্ষিণ পশ্চিম বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে নবযাত্রা প্রকল্পের অবদান ও অভিজ্ঞতা উপস্থাপন করেন এবং নবযাত্রা প্রকল্পের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Back to top button