বছরের একটা নির্দিষ্ট সময়ে পাওয়া যায় কাঁঠাল। তখন এই ফলের গন্ধ যেন বাতাসে সর্বত্র ঘুরতে থাকে। কাঁঠালে উপস্থিত ফাইটোনিউট্রিয়েন্টস আলসার, ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধ করতে পারে।
তাই আজ আপনাদের কাঁঠাল বীজ নয় বরং একটি কাঁঠাল গাছের পাতা থেকে কিভাবে সম্পূর্ণ গাছ তৈরী করবেন সেই পদ্ধতি দেখাবো। একটা পাতা থেকে কিভাবে গাছ তৈরী করবেন চলুন সহজ কয়েকটি ধাপে দেখে নিন।
১) প্রথমে কয়েকটি কাঁঠাল পাতা নিয়ে ধুয়ে নিন। এবার ছোট মাপের একটি পাত্র কিংবা টবে ভালো করে ভরে দিন বালি।
২) বালির মধ্যে পাতার বৃন্তটি পুঁতে দিন। খুব ভালো করে জল দিয়ে বালি সম্পূর্ণ ভরে দেবেন।
৩) এবার ঠিক একই ভাবে শুধুমাত্র জল দিয়ে যাবেন ৪০ দিন মতো। তার পরেই দেখবেন পাতার বৃন্তটি থেকে গজিয়েছে ছোট ছোট শিকড়।
৪) সম্পূর্ণ ছায়া জায়গায় রাখবেন সেই পাতাগুলি সূর্যের আলো কিন্তু কোনোমতেই সেই পাতায় লাগালে চলবে না।
৫) এবার সেই টব থেকে তুলে নিয়ে এসে সেই পাতা গুলি আপনি নির্দিষ্ট কোনো স্থানে পুঁতে দিন।
৬) তারপরে কাঁঠাল গাছ পরিচর্যা করুন দেখবেন আপনার গাছ ভরে উঠবে সুন্দর সবুজ কাঁঠালে।