সাতক্ষীরা সদর
পৌর মেয়র চিশতিসহ বিএনপির ১০ নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ
ডেস্ক রিপোর্ট:
সাতক্ষীরা পৌর বিএনপির সভা চলাকালে আটক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি ও পৌর বিএনপির আহবায়ক শের আলীসহ ১০ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি দিয়েছে পুলিশ।
সোমবার (৩ অক্টোবর) মধ্যরাতে তাদের মুক্তি দেওয়া হয়। এর আগে বিকাল ৩টার দিকে শহরের কাশেম প্লাজায় পৌর বিএনপির সভা চলাকালে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি জানান, জিজ্ঞাসাবাদ শেষে আমাদের রাত ১২ টার পরে মুক্ত করে দেওয়া হয়েছে।