টিভিএস নতুনধারা ফাউন্ডেশন পুরস্কার নভেম্বরে
ভারতীয় মটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান টিভিএস এর সহপ্রতিষ্ঠান টিভিএস অটোস বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা নতুনধারা ফাউন্ডেশন যৌথভাবে বাংলাদেশি ১০০ জন মিডিয়াকর্মীদের পুরস্কার প্রদান করবে চলতি বছরের নভেম্বরে।
কৃষি, সংস্কৃতি এবং স্বাস্থ্যসেবা খাতে ভালো প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে সাংবাদিকদের বাছাই করা হবে। নতুনধারা ফাউন্ডেশন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই পুরস্কার প্রদান শুরু করেছিলো ২০১২ সালে। কৃষিভিত্তিক অর্থনীতি এই শ্লোগানে কৃষি সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শাহ-ই আলম এই কার্যক্রম শুরু করেন। শুরুতেই চ্যানেল আইয়ের সাংবাদিক শাইখ সিরাজসহ ২৫ জনকে এই পুরস্কার দেয়া হয়েছিলো। এর পরে আরো একবার বিশ্ববিদ্যালয়টির সাথে নতুনধারা ফাউন্ডেশন যৌথভাবে এমন আয়োজন করছিলো ২০১৪ সালে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বানিজ্য অনুষদে আয়োজিত সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরবর্তীতে নতুনধারার ফাউন্ডেশন এককভাবে প্রতিবছরে ৬৪ জেলার সাংবাদিকদের পুরস্কার প্রদান করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালে সর্বশেষ ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে নৌমন্ত্রী শাজাহান খান নতুনধারা ফাউন্ডেশনের আয়োজনে ১০০ সাংবাদিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। সেবছর পুরস্কার পেয়েছিলেন- সামিনা আকতার (যুগান্তর), আফরিন জাহান (বিটিভি), হরলাল রায় সাগর (মানবকন্ঠ), সেবিকা দেবনাথ (সংবাদ), রাজীব খান (আরটিভি), মহসীনুল করিম (আবজারভার), শাহনাজ শারমিন (দীপ্ত টিভি), ইসারফ হোসেন ইশা (ডেইলি সান), তাসমিয়া রহমান খান (বাংলা রেডিও), সোহেল মিয়া (রাজবাড়ী), খোন্দকার এরফান আলী (ঢাকা), মো: নুরে আলম জিকু (বিজয় সংবাদ), তাসকিনা ইয়াসমিন (মানবকন্ঠ), আবু সালেহ আকন (নয়া দিগন্ত), রফিকুল আনোয়ার (নোয়াখালী), নীহার রঞ্জন সাহা (বাগেরহাট), তানিয়া খান (বাংলাদেশ বেতার), মাহবুবুর রহমান (ঢাকা), সামস উল আলম মিঠু (বিএনএফ২৪ ডটকম), ঝর্ণা মনি (ভোরের কাগজ), আবু জাফর সাবু (গাইবান্ধা), এম আর মহাসিন (নীলফামারি), মোজাফফর রহমান (সাতক্ষীরা), আরিফুল ইসলাম (নাটোর), বারেক কায়সার (ইত্তেফাক), সেলিম সানোয়ার পলাশ (রাজশাহী), জাহানারা পারভিন (ইন্ডিপেন্ডেন্ট টিভি), অমিতাব দাস হিমুন (গাইবান্ধা), বিএম কামরুজ্জামান শিপলু (ঝিনাইদাহ), মিজানুর রহমান (জনকন্ঠ), নাসিম উদ্দিন নাসিম (নাটোর), আশফাক আহমেদ (নিউজ২৪), মো: রেজাউল করিম (চট্রগ্রাম), ফরিদা বক্তেয়ারা (আরটিভি), আফরোজা লুনা (গাইবান্ধা), মশিউর রহমান রুবেল (জনতা), সুবাস চৌধুরী (সাতক্ষীরা), রঘু নন্দন সিকদার (রাজবাড়ী), লুপা তালুকদার (মাইটিভি), আব্দুস সত্তার (ভোলা), সীমা ভৌমিক (যমুনা টিভি), কায়েস উদ্দিন (নওগাঁ), রক্সী খান (মাগুরা), বিজয় কুমার ঘোষ (রাজশাহী), মির্জা আ: রব (সিরাজগঞ্জ), শাহীন আলম মাকসুদ (ভোলা), মোরশেদা ইয়াসমিন পিউ (ইত্তেফাক), শফিকুল ইসলাম খোকন (নওগাঁ), এস এম রেজাউল করিম (ঝালকাঠি), জিন্নাতুন নুর (বাংলাদেশ প্রতিদিন), মোহাম্মদ আলী(রাজশাহী), রাহাত মিনহাজ (যমুনা টিভি), এম সাঈদ খান (বৈশাখী টিভি), তানজিনা আফরিন ইভা (রাইজিংবিডি), মাহফুজ ফারুক (নওগাঁ), শফিউল্লাহ সুমন (বিটিভি), ইমাম হোসেন সোহেল (নওগাঁ), রবিউল ইসলাম রবি (রাজশাহী), মাসউদুল হক (ইউএনবি), গোলাম ফারুক মজনু (ঢাকা), রাবেয়া বেবী (ইত্তেফাক), শাহনাজ রহমাতুল্লা (বিটিভি), জুয়েল আহমেদ (মৌলভীবাজার), মুঃ আঃ মোতালিব (তালতলী), এইচ এম এরশাদ (কক্সবাজার), তুষার হালদার (কলাপাড়া), সাজু রহমান (জিটিভি), আবু জাফর মোঃ সালেহ (বরগুনা), মোঃ আলমগীর হোসেন (গাজীপুর), মনির হোসেন কামাল (বরগুনা), মুহাম্মদ খায়রুল ইসলাম (গাজীপুর), মনিরুজ্জামান মৃধা মন্নু (ফরিদপুর), শান্তা মারিয়া (আমাদের সময়), মকবুল হোসেন মিন্টু (খুলনা), আতাউল করিম খোকন (ময়মনসিংহ), মোঃ মোশারফ হোসেন (বরগুনা), শেখ শফিউদ্দিন জিন্নাহ (বাংলাদেশ প্রতিদিন), তছলিমা খাতুন (মানবকন্ঠ), আক্তারুজ্জামান লাভলু (ভোরের কাগজ), নাইমা মৌ (আরটিভি), সাদেকুল ইসলাম(নওগাঁ), নিবারুন রায় (নরশিংদি), অনিন্দ্য টিটো (চট্রগাম), ফাতেমা জান্নাত মুমু (রাঙ্গামাটি), উম্মুল ওয়ারা সুইটি (ঢাকা), শ্যামলেন্দু পাল (নেত্রকোনা), মুক্তা মাহমুদ (আরটিভি), গোলাম মোস্তফা কাদের (এটিএন বাংলা), তাহিদুল ইসলাম(জিটিভি), আলমগীর হান্নান (খুলনা), এম জসিম উদ্দিন (প্রথম আলো), সালেহ টিটু (বরিশাল), হাসানুর রহমান ঝন্টু (বাংলাদেশ প্রতিদিন), জিলানী মিলটন (নয়া দিগন্ত), তাপসী রাবেয়া (ইটিভি), এটিএম নিজাম ( কিশোরগঞ্জ), সুদীপ কুমার দে (জিটিভি), মোস্তাক আহম্মেদ (জামালপুর), সিরাজুল ইসলাম রতন (গাইবান্ধা), সোহেল হাফিজ (এনটিভি), একেএম এনায়েত হোসেন (পটুয়াখালী), মোল্লা হারুন উর রশীদ (কুড়িগ্রাম), রবিউল ইসলাম রুবেল (ঠাকুরগাঁও), আরিফুজ্জামান মামুন (দিনকাল) ঢাকা অফিস। এরপরে ২০১৮ সালে জাতীয় সংসদের মেম্বার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছিলো।
সর্বশেষ ২০১৯ সালের ৪ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে নতুনধারা ফাউন্ডেশনের আয়োজন করেছিলো সাংবাদিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন। ২০১৯ সালে চ্যানেল আইয়ের সাংবাদিক তারিকুল ইসলাম মাসুমসহ ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। নতুনধারা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা শামীম আহমদ জানিয়েছেন করোনা মহামারি পরিস্থিতি মোকাবিলা করে এই কার্যক্রম নতুন আঙ্গিকে শুরু হচ্ছে।