তালা

তালায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি কেড়ে নিলো তানিয়ার জীবন

সাতক্ষীরা তালা উপজেলার শেষ সীমান্তে গংগারামপুর সাইক্লোন সেন্টারের সামনে ট্রাকের ধাক্কায় ঘটনা স্থলে তানিয়া খাতুন নামের এক মহিলা(২৪) নিহত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টা  ৩০ মিনিটে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি বাসবুনিয়া গ্রামের সাহেব  স্ত্রী ও তার পিতার বাড়ি পাইকগাছা থানার রাম নগর গ্রামে।

প্রত্যক্ষ দর্শীরা জানান, কপিলমুনি থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি ঘাতক ট্রাক  যার নম্বর হচ্ছে  ঢাকা মেট্রো ট ১৩- ৬০৫৯  ইজিবাইকে ধাক্কা দেয়। ইজিবাইকে থাকা যাত্রী ছিটকে পড়েন এবং তার মাথার উপর দিয়ে ট্রাক চালিয়ে যায়। মাথা ট্রাকে পিষ্টে ঘটনা স্থলে মৃত্যু হয়। এবং তার কোলে থাকা ছোট শিশুটি(৩) গুরুতর আহত হয়।

পরবর্তীতে ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তালা ব্রিজ মোড়ের সামনে জনতার হাতে আটক হন।

এ বিষয়ে তালা থানা অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিম জানান, ঘাতক ট্রাক এবং ড্রাইভারকে আমাদের  হেফাজতে নিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Back to top button