তালায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরাবন্ধু তালা উপজেলা টিমের নতুন সদস্য বরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) সকাল ৯টায় তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে টিমের নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।
তালা উপজেলা টিমের সমন্বয়কারী তাপস সরকারের সভাপতিত্বে ও সদস্য আব্দুল্লাহ আল জুবায়ের প্রান্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমরা বন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সদস্য এহসানুল হক জোবায়ের ও সরদার ওয়াসিফ আহমেদ জিসান।
অনুষ্ঠানে নতুন সদস্যদের বরণ, শপথ গ্রহণ ও সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় সংগঠনের বর্তমান ও নতুন সদস্যরা উপস্থিত ছিলেন।