দারাজ বাংলাদেশ একটি বিশ্বাস্ত ই-কমার্স প্রতিষ্ঠান, দীর্ঘদিন ধরে বাংলাদেশে লক্ষ মানুষের কেনাকাটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দারাজ। বাংলাদেশের গ্রাম পর্যায়ে রয়েছে যেমন গ্রাহক তারপাশাপাশি আছে হাজারো বিক্রেতা।
সাতক্ষীরায় দারাজ বাংলাদেশের রয়েছে বৃহত্তর একটা সেলার কমিউনিটি যেখানে ব্যাবসায়ীর পাশাপাশি আছে বেকার, ছাএ বিক্রেতা। দারাজে তাদের পন্য বিক্রি করে অর্থ উপার্জন করতেছে এবং মানুষের ঘরে বসে পন্য কেনার অভ্যাস্ত করতেছে। সাতক্ষীরার সকল বিক্রেতাদের নিয়ে দারাজ কমিউনিটি ১৭ এপ্রিল একটা ইফতার মাহফিলের আয়োজন করে লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে। সেখানে কিভাবে উদ্যোক্তা তৈরি করা যায় এসব নিয়ে আলোচনা করেন দারাজে সফল বিভিন্ন বিক্রেতা।
সাতক্ষীরা জেলার একজন সফল দারাজের বিক্রেতা খন্দকার আবীর হাসান সকলের উদ্দেশ্য বলে নতুন বিক্রেতাদের একটা নির্ভরতার স্থান দারাজ তিনি নিজে কিভাবে দারাজে ব্যাবসা করে তার অর্থনৈতিক সফলতা এনেছেন সবাইকে সেটার অভিজ্ঞতা এবং নতুনদের অনুপ্রেরণা দিয়েছেন।
ইফতার মাহফিলের আয়োজক ছিলেন দারাজ বাংলাদেশে লিমিটেড এর সাতক্ষীরা হাবের প্রধান জনাব শিমুল আহমেদ। তিনি সাতক্ষীরার সকল বেকার এবং ক্ষুদ্র, মাঝারি বৃহত বিক্রেতাদের আমন্ত্রণ জানান দারাজ বাংলাদেশ সাতক্ষীরা অফিসে তাদের ব্যাবসা প্রসার করতে।