দুর্গা পুজা দেখতে যাওয়ার পথে ভাই বোনকে পিটিয়ে জখম ও সোনার গহনা, টাকা ও মোবাইল ছিনতাই
অনলাইন ডেস্ক:
দুর্গাপুজা দেখতে যাওয়ার পথে সন্ত্রাসীরা দুই ভাই -বোনের উপর হামলা চালিয়েছে। এ সময় তাদেরকে পিটিয়ে জখম করে সোনার গহনা ও টাকা লুটপাট করা হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর শফি মার্কেটের পাশে এ ঘটনা ঘটে। তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের বনমালী মণ্ডলের স্ত্রী সর্বানী মণ্ডল ও তার ভাই চন্দন মণ্ডল। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সর্বানী মণ্ডল জানান, বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে রমজাননগর বাপের বাড়ি থেকে ভাই চন্দনকে নিয়ে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মানিকখালি ব্রীজে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে বিকেল ৫টার দিকে তারা রমজাননগর শফি মার্কেটের কাছাকাছি পৌঁছালে রমজাননগর গ্রামের মোক্তার গাজীর ছেলে জোড়া খুনের মামলার আসামী মতিউর রহমান মোটর সাইকেল সামনে আড় করে দিয়ে তাদের গতিরোধ করে।
এ সময় তার কয়েকজন সমর্থক এসে গেলে মতিয়ার তাদের দুইজনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এ সময় ছিনতাই করা হয় তার গলায় থাকা সোনার হার, ভানিটি ব্যাগে থাকা দেড় হাজার টাকা ও মোবাইল সেট। তার বাম হাতের সোনার রুলি খুলতে না পেরে হাত মুচড়ে ভেঙে দেওয়া হয়। এ সময় তার হাতের শাখা ভেঙে যায়। ভাই চন্দন তাক্বোঁচাতে গেলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করেে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্যামনগর থানার উপপরিদর্শক রিপন কুমার মলিক জানান, এ ঘটনায় সর্বানী মণ্ডল বাদি হয়ে বুধবার রাােত থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।