দেবহাটায় পৃথক অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ী ও একজন সাজাপ্রাপ্ত আসামি এবং দুইজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসআই শেখ গোলাম আযম. এসআই মাহাবুর রহমান এবং এএসআই আব্দুর রহিম তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সখিপুর গ্রামের আব্দুল গফফার গাজীর ছেলে মাদক ব্যবসায়ী সাব্বির গাজী (২৫), দক্ষিণ পারুলিয়ার আব্দুল মজিদ মোল্যার ছেলে আবু সাঈদ (৪৭), হাদিপুরের শেখ আবু ইছহাকের ছেলে শেখ ইকরামুল এবং বেজোরআটি গ্রামের শামছুর রহমানের ছেলে রমজান বিশ্বাস।
এদের মধ্যে মাদক ব্যবসায়ী সাব্বিরকে গ্রেফতারকালে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।এরআগেও একাধিকবার মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়ে কারাগারে ছিল মাদক ব্যবসায়ী সাব্বির।
গ্রেফতারকৃত অপর তিন জনের মধ্যে আবু সাঈদ সিআর-৮৫২/২২ মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি এবং ইকরামুল ও রমজান বিশ্বাস উভয়েই সিআর-১৬১/২১ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেফতার পরবর্তী তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ।