দেবহাটায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন
“বজ্যের পরিশোধন, নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন” ¯ স্লোগান নিয়ে জাতীয় স্যানিটেশন এবং “হাতের পরিচ্ছন্নতা, এসো সবে এক হই” এই প্রতিপাদ্য নিয়ে দেবহাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগীতায় র্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সমানে থেকে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মুক্তমঞ্চ চত্বরে আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেনের সঞ্চলনায় সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার অনিন্দিতা বিশ্বাস।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, কৃষি সম্প্রাসরণ অফিসার শওকাত ওসমান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সহকারী মৎস্য কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ইউপি সদস্য মাহাবুবুর রহমান বাবলু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার তানজিমা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সঠিক ভাবে হাত ধোয়ার সুফল তুলে ধরা হয়। সুস্থ ও নিরাপদ জীবন যাপনে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই বলে জানান নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি বজ্যের পরিশোধন করতে নিজ নিজ প্রয়োজনে বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার কথা বলা হয়।