সাতক্ষীরা সদর

পুরাতন সাতক্ষীরায় ১০ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ, কলেজ ছাত্র গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহষ্পতিবার রাত ১১টার দিকে পুরাতন সাতক্ষীরার জগলুল হায়দারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত কলেজ ছাত্রের নাম স্বরুপ রায় (২২)। সে সাতক্ষীরা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র ও কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের চালতেবাড়িয়া গ্রামের নিত্যানন্দ রায়ের ছেলে।

সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের একটি গ্রামের ও আশাশুনি সদরের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সোমবার সকালে এ প্রতিবেদকে জানান, তার মেয়ে ধুলিহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীতে পড়াশুনা করে। পড়াশুনার সুবিধার্থে দুই মাস আগে তাকে নিয়ে পুরাতন সাতক্ষীরার জহুরুল হায়দারের বাড়িতে বাসা ভাড়া নেন তারা। পূর্ব পরিচিত স্বরুপ রায় বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের ভাড়া বাসায় যেয়ে মেয়েকে ডাকে।

একপর্যায়ে ঘর খোলার পর বাড়িতে একা থাকার সুযোগে স্বরুপ তার মেয়েকে ধর্ষণ করে। খবর পেয়ে রাতেই মেয়েকে রক্তাক্ত অবস্থায় প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন ওই ছাত্রী বলেন, স্বরুপ তার পূর্ব পরিচিত হওয়ার সুযোগে দরজা খোলার কিছুক্ষণ পর তাকে ধর্ষণ করেছে। এ ব্যাপারে গ্রেপ্তারকৃত স্বরুপ বলেন, তার পিসিমার বাড়ির পাশে ওই ছাত্রীর বাড়ি এবং তারা একে অপরের দূর সম্পর্কের আত্মীয়।

তিন বছর আগে থেকে তার সঙ্গে ওই ছাত্রীর ভালবাসা হয়। বাবা বিকেলে বাসা থেকে বাড়ি চলে গেছে ও মা পরদিন শুক্রবার তার বাসায় আসবে এ সুযোগে তার বাসায় আসার জন্য বৃহষ্পতিবার সন্ধ্যার পর ওই ছাত্রী তাকে মোবাইল ফোনে ডাকে। তাকে রাতে থাকতে বলা হয়। থাকতে অপারগতা প্রকাশ করায় গল্প করার একপর্যায়ে উভয়ের ইচ্ছায় শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। রবিবার রাত সাড়ে ৯টার দিকে পুরাতন সাতক্ষীরার একটি ছাত্রাবাস থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে স্বরুপ রায় এর নাম উল্লেখ করে ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় সোমবার থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত স্বরুপকে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে ও ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে।

Back to top button