বাংলাদেশ
পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
বগুড়ার শেরপুরে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে রুপম কর্মকার জগো (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে পৌর শহরের পূবালী সংঘ পূজা মণ্ডপে এ দুর্ঘটনা ঘটে।নিহত রুপম কর্মকার উপজেলার উত্তর সাহাপাড়া এলাকার মৃত রঘুনাথ কর্মকারের ছেলে।
জানা যায়, বিকেলের দিকে উপজেলার পূবালী সংঘ পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুতি চলছিল। মণ্ডপে আলোকসজ্জার বৈদ্যুতিক তারে সম্ভবত কোথাও লিকেজ ছিল। সেই অংশে হাত পড়লে রুপম বিদ্যুৎস্পৃষ্টে হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।