বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আলোচনা সভা
আসন্ন শারদীয় দুর্গা উৎসব ২০২২ উপলক্ষে
বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা হিন্দু পরিষদ, হিন্দু যুব পরিষদ, হিন্দু ছাত্র পরিষদ এর উপজেলা ও ইউনিয়ন কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক অনাথ মন্ডল এর সভাপতিত্বে সভায় সাংগঠনিক ভাবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার উপদেষ্টা রনজীৎ দেবনাথ, সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মনোদ্বীপ কুমার মন্ডল, শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম -আহ্বায়ক পীযুষ বাউলিয়া পিন্টু, সুজন কুমার দাশ, হিমাংশু মন্ডল, শ্রীনিবাস দাস, মহিলা বিষয়ক সম্পাদক প্রতিমা রানী। এসময় আরও উপস্থিত ছিলেন তরুন মন্ডল, গৌতম মন্ডল, সুজন সরকার, নব কুমার,গোষ্ট দাস সহ শ্যামনগর উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শারদীয় উৎসব ২০২২ কে সামনে রেখে পূজায় সার্বিক নিরাপত্তা এবং সুষ্ঠ ও সুন্দর ভাবে পূজা সম্পন্ন করার লক্ষ্যে সকলের মতামতের ভিত্তিতে, শ্যামনগর উপজেলায় অনুষ্ঠিত দুর্গা উৎসব কমিটির প্রতি শ্বাত্বিক ভাবে পূজা সম্পন্ন করার ও পূজা মন্ডোপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহবান করেন।