সাতক্ষীরা বাইপাস সড়কে বিজিবির প্রাইভেটকারের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৭) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সাইফুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের পূর্বপাড়ার লোকমান হোসেনের ছেলে।
৫ অক্টোবর বুধবার সকাল ১০ টার দিকে বাইবা সড়কের বকচরা চার রাস্তার মোড়ে এ সড়ক দূর্ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শীরা জানান, সাইফুল সকাল অনুমান ১০ টার দিকে বাইপাস সড়কের বকচরা চার রাস্তার মোড়ের পূূর্ব দিক থেকে বাইপাস রাস্তা পার হচ্ছিল।
এসময় যশোরের দিক থেকে থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-গ ২৩-৭২১৯ নম্বর প্রাইভেটকার তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে সাইফুল ইসলাম মারা যান। এঘটনায় প্রাইভেটকার ও গাড়ির চালককে আটক করেছেন স্থানীয় জনতা। পরে পুুুলিশ, বিজিবি ও র্যাব খবর পেয়ে ঘটনাস্থলে আসে।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানান। এদিকে ঘটনার প্রতিবাদে বাইপাস সড়কের বকচরা চার রাস্তার মোড় অবরোধ করে এলাকাবাসি।