সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

ভোমরায় মালামাল আনলোডকৃত ট্রাকের চাপায় নিহত হেলপার

সাতক্ষীরা সদর উপজেলার অন্তর্গত ভোমরা স্থলবন্দরে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে রাজ (২৮) নামের এক ট্রাক হেলপারের মৃত্যুর গুঞ্জন উঠেছে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে ভোমরা বন্দরে সিএন্ডএফ এজেন্ট্স এসোসিয়েশনের অফিসের সামনে যশোর-ট ১১-২৮৩৫ নম্বরের হেলপার রাজ (২৮) যশোর-ট ১১-০৭৪৮ নম্বর ট্রাকের নিয়ে ছায়ায় ঘুমাচ্ছিলেন।

এমতাবস্তায় ট্রাকটির চালক ট্রাকটি চালু করে বন্দরে প্রবেশের উদ্দেশ্যে পরিচালনা করলে হেলপার রাজ ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বলে ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি সুত্রকে নিশ্চিত করেন। নিহত রাজের বাড়ি যশোরে বলে জানা গেছে। এ ঘটনায় রাজকে পিষ্ঠকারীর ট্রাকটির চালক ও রাজ যে ট্রাকের হেলপার ছিলেন সে ট্রাকের চালক মিলে রাজকে একটি গাড়িতে করে চিকিৎসার উদ্দেশ্যে সাতক্ষীরা শহর অভিমুখে নিয়ে আসে। তবে সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এরকম কোন মৃতদেহ বা আহত রোগীর সন্ধান পাওয়া যায় নি।

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, সকালে ভোমরায় এরকম একটি ঘটনার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই দুই ট্রাকের চালক মিলে হেলপার রাজকে চিকিৎসার জন্য একটি গাড়িতে করে নিয়ে আসে। কোথায় নিয়ে গেছে আমরা এখনো জানতে পারি নি। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

Back to top button