মাশরাফী টাইগারদের এমন জয়ে কি বললেন?
বাংলাদেশের জেতা ম্যাচের ইতিহাসে যে জুটি রীতিমতো রেকর্ডই। এমন অকল্পনীয় জয় শেষে টাইগারদের নিয়ে নিজের মত প্রকাশ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে মাশরাফী লেখেন, সবসময় বলি, এ ফরম্যাটে আমরা যা তা করে ফেলতে পারি। দলে কে খেলবে কে খেলবে না, প্রতিপক্ষ কে এগুলো খুব ম্যাটার করে না। দারুণ বোঝাপড়া আছে আমাদের এ ফরম্যাটে। সাকিব সবসময়ের মতো অসাধারণ, ইবাদত দিনদিন দারুন উন্নতি করছে। তাছাড়া বোলাররা কম বেশি সবাই ভালো করেছে। লিটন, বোলার সাফলিং থেকে শুরু করে ফিল্ড প্লেসমেন্ট সবকিছুতে এক কথায় অসাধারণ। বোঝায় যায়নি নতুন কেউ দায়িত্বে আছে।
ম্যাশ আরো লিখেন, ব্যাটিংটা এখন ঠিক ঠাক মতো হওয়া দরকার। কিন্তু মিরাজ ওয়াও… ওয়াও… ওয়াও ইউ বিউটি। মোস্তাফিজের বোলারদের ভিতর আগে ব্যাটিং করা উচিত। আর ফরম্যাট ওডিআই তারপর আবার মিরপুর, প্রতিপক্ষ কে তা দেখার সময় কোথায়।
এভাবেও তাহলে ফিরে আসা যায়! এটাকে কি দেশের ইতিহাসের সেরা কামব্যাক বলা যায়? বাংলাদেশের সমর্থকরা অবশ্যই একমত হবেন! যদিও এর আগেও অবিশ্বাস্য জয়ের কিছু ঘটনা ছিল বটে, তবে সবকিছুকে যেন ছাপিয়ে গেছে আজকের জয়। খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল দল। ১৮৭ রানের লক্ষ্যে ভারতের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ।
ম্যাচ এমন পরিস্থিতিতে ছিল যেখানে বাংলাদেশের পাড়ভক্তও সম্ভবত জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। তবে ধ্বংসস্তুপের মাঝেই ফিনিক্স পাখির জেগে ওঠার মহাকাব্য রচনা করলেন মেহেদী হাসান মিরাজ ও ফিজ।