বাংলাদেশ
লেগুনা গাড়ি থেকে ছিটকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
চাঁদপুর মতলবে লেগুনা গাড়ি থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে চাঁদপুরের মতলব উত্তরে এই দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, উপজেলার শরিফ উল্লাহ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। সকালে এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়ার জন্য লালপুর বেড়িবাঁধ এলাকায় লেগুনা থেকে নামার সময় মুক্তা আক্তার ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
এদিকে, মুক্তা আক্তারের মৃত্যুতে তার সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও শরিফ উল্লাহ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা গাড়ি চালকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।