বিনোদন

শাকিব খান-তানজিন তিশাকে নিয়ে গুঞ্জন, যা বললেন অভিনেত্রী

সকল আলোচনা-সমালোচনা পেছনে ফেলে আজ নতুন ছবির ঘোষণা দিলেন নায়ক শাকিব খান। ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফি। এতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনও প্রকাশ করা হয়নি। তার মধ্যেই কথা উঠেছে, ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্র বিষয়ক গ্রুপগুলোতেও শাকিবের বিপরীতে তানজিন তিশার অভিনয়ের তথ্য ছড়িয়ে পড়েছে। শাকিব ভক্তরা এই জুটিকে মেনশন করে উইশও করছেন।কিন্তু এতে বিব্রত প্রকাশ করেছেন তানজিন তিশা। সমকালকে তিনি বলেন, ‘এমন তথ্য কোথায় পান তারা। আমি যদি কোনো ছবিতে চুক্তিবদ্ধ হই সেটা আমিই তো ঘটা করে বলব। গুজব কেন ছড়াতে হবে? এগুলোর কোনো মানে হয় না।’ পাশাপাশি তিনি মিথ্যা তথ্য না ছড়ানোর আহ্বান জানান সবাইকে।

মঙ্গলবার বিকেলে নির্মাতা রায়হান রাফি বলেন, ‘নায়িকার বিষয়টি এখনই কিছু বলতে চাই না। তবে তানজিন তিশার বিষয়টি সত্যি নয়। নায়িকার বিষয়টি আপাতত চমক হিসেবেই রাখছি।এদিকে তানজিন তিশাকে নাটকেও কম দেখা যাচ্ছে ইদানিং। আগামীতে ওটিটির জন্য ভালো কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে বলে ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী। বললেন, ‘আগামীতে দর্শকরা ভালো কিছু প্রজেক্টে দেখতে পাবেন।

ওটিটিতে ইতোমধ্যে অভিষেক হয়েছে তানজিন তিশার। তার অভিনীত প্রথম ওয়েব সিরিজে ‘শিকল’। এতে নন্দিনী চরিত্রে অভিনয় করেন তিশা।তানজিন তিশা অভিনয়ের পাশাপাশি একজন সফল মডেল ও টেলিভিশন উপস্থাপিকাও। ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিশার কর্মজীবন শুরু হয় তার। এখনও এ মাধ্যমে কাজ করছেন নিয়মিত।

Back to top button