শ্যামনগর

শ্যামনগরে স্কুলে মশা নিধনের ওষুধ স্প্রে, ৪ শিক্ষার্থী অসুস্থ

সাতক্ষীরার শ্যামনগরের একটি প্রাথমিক বিদ্যালয়ে মশানিধনের ওষুধ স্প্রে করার পর চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।মঙ্গলবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৬৯নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা হলো- ঈশ্বরীপুর এলাকার আনারুল গাজীর মেয়ে তৈয়েবা (১২), সঞ্জয় কুমার সাহার মেয়ে ঈষিতা সাহা (১০), বংশীপুর এলাকার আমজাদ হোসেনের মেয়ে মারিয়া (১০) ও চন্ডিপুর এলাকার আল ইমরানের মেয়ে ইলমা (১১)।

সম্পর্কিত সংবাদ

জানা গেছে. মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ৬৯নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মশানিধনের ওষুধ স্প্রে করা হয়। এর কিছুক্ষণ পর বিদ্যালয়ের চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী মারিয়ার বাবা আমজাদ হোসেন বলেন, ওষুধ ছিটানোর সময় তাদের আরও সতর্কতা অবলম্বন করা দরকার ছিল।

স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন মিস্ত্রি বলেন, ডেঙ্গু মহামারী আকার ধারণ করায় শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস রুম থেকে বের করে ওষুধ স্প্রে করা হয়। এর প্রায় আধাঘণ্টা পরে শিক্ষার্থীদের ক্লাসরুমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে ক্লাসরুমে ঢোকার পরেই কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। আমরা তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছি।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা ইদ্রিস ইভা জানান, মশার ওষুধের বিষক্রিয়ার ফলেই তারা শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

Back to top button