সাতক্ষীরা সদর
সাতক্ষীরায় সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ
সাতক্ষীরায় সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) ভোররাতে লাবস পলিটেকনিক ইনস্টিটিউটে চুরির সময় তাদের আটক করা হয়। আটক চোর এরশাদ আলী (৩৬) ও হাসান আলী (৩২)। তারা নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার বাসিন্দা।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যাব থেকে যন্ত্রাপতি চুরির চেষ্টাকালে কলেজের অফিস সহকারী আশরাফুল আলম ও শফিকুর রহমান তাদের ধরার চেষ্টা করলে চোররা হামলা করে। আহত হয়ে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, তারা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা ঢাকা থেকে এখানে চুরির উদ্দেশ্যে আসে। পলিটেকনিক কলেজের ল্যাবে চুরির সময় তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।