সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত, হাসপাতালে ভর্তি ৩১

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ১৪ জন রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলার সরকারি বেসরকারি হাসপাতালে ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

নতুন রোগীদের মধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে ১ জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, দেবহাটায় ২ জন ও কলারোয়ায় ২ জন রোগী ভর্তি হয়েছেন।

সম্পর্কিত সংবাদ

সবমিলিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ১ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং বেসরকারী প্রতিষ্ঠানে ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৪ জন রোগী। এছাড়া ১৫জনেক অন্যত্র রেফার্ড করা হয়েছে।

Back to top button