সাতক্ষীরা জেলা
সাতক্ষীরার আকাশে দেখা মিলেছে অদ্ভুত এক আলোর
সাতক্ষীরার আকাশে দেখা মিলেছে অদ্ভুত এক আলোর। স্থানীয় বাসিন্দারা অনেকেই এ দৃশ্যের ছবি ও ভিডিও ধারণ করেন মোবাইলে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে এ দৃশ্যের ভিডিও।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টায় দেখা মেলে অদ্ভুত ও রহস্যময় এ আলোর। আবহাওয়া অধিদফতর বলছে- মেঘ ও সূর্যের সংমিশ্রনে এমন আলোর উৎপত্তি হয়েছে।
এ প্রসঙ্গে সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, আকাশে মেঘ ও সূর্যের সংমিশ্রণে এমনটা তৈরি হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাতক্ষীরা জেলার সব এলাকা থেকে এ চিত্র দেখা গেছে বলেও জানান তিনি।