সাতক্ষীরার গুড় পুকুরের মেলা উদ্বোধন করলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র
সাতক্ষীরার ৪শ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র কাজী ফিরোজ হাসান।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে নামমাত্র ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে মেলার।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত গুড় পুকুর মেলার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাজিম উদ্দীন, গুড় পুকুরের মেলার ইজারাদার বীর মুক্তিযোদ্ধা মো. মানিক সিকদার, প্যানেল মেয়র-২ শেখ আনোয়ার হোসেন মিলন, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, পৌর নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ মারুফ আহম্মেদ, আইনুল ইসলাম নান্টা, মহিলা কাউন্সিলর নুর জাহান বেগম নুরী, অনিমা রাণী মন্ডল, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব নাজমুল হক রনি, আওয়ামী লীগ নেতা আবু আব্দুল্লাহ ছাক্কার, ,রফিকুল ইসলাম, শেখ আবু সাহিদ, হাসান সিকদার, বাবু সিকদার।
মেলার ইজারাদার বীর মুক্তিযোদ্ধা মো. মানিক সিকদার জানান, এবারের মেলায় প্রায় তিনশো অধিক স্টল বসেছে। দোকানীরা তাদের পরসা সাজিয়ে বসেছে মেলায় আগত দর্শনার্থীদের জন্য।