তালা
সাতক্ষীরার তালায় তাসের আসরে পুলিশের অভিযানে ১জনের মৃত্যু, আটক ২
সাতক্ষীরার তালা উপজেলায় তাস খেলার ঘটনাকে কেন্দ্র করে এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।সে উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরাডাঙ্গা গ্রামের মৃত জব্বার মোড়লের ছেলে আবুল মোড়ল (৫১)।
ঘটনার বিবরণে জানা যায়,বুধবার (১৪ডিসেম্বর) রাত সাড়ে ৮ দিকে স্থানীয় একটি আম বাগানে জুয়ার আসর বসে।গোপন সংবাদের সূত্রে,তালা থানার উপ- পরিদর্শক (এসআই) রাজীব সরদার অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি জানতে পেরে সে আসর থেকে দৌড়ে পালান।পরবর্তীতে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান,পুলিশের উপস্থিতি জানতে পেরে পালানোর সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘটনা স্থান থেকে দুইজনকে আটক করা হয়।