সাতক্ষীরার তালার কুমিরা বাজার মোড়ে দুর্ধর্ষ ডাকাতি
তালা উপজেলার কুমিরা বাজার মোড়ে দুর্ধর্ষ এক ডাকাতি সংঘটিত হয়েছে ।বুধবার দিবাগত রাতে সংঘবদ্ধ একটি চক্র মেসার্স মোড়ল টের্ডাসে ডাকাতির ঘটনা ঘটিয়েছে ।স্থানীয় ভ্যারাইটি দোকান মেসার্স মীনা স্টোরের স্বাধিকারী গোষ্ঠ বিহারী মন্ডল জানায়,তিনি একজন ডায়াবেটিস রোগী।১৭ বছর ধরে তিনি এ রোগে আক্রান্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি জন্য তিনি প্রতিদিন ভোরে হাঁটতে বের হন।
গতকাল ভোরে হাঁটতে বেড় হয়ে বাজারে মোরে এসে দেখতে পান পাঁচ বান্ডিল পাট বাইরে ফেলানো আছে ।পরবর্তীতে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেন দোকানের চারটি তালা ভাঙা। আড়তের পাটের বান্ডিল কে বা কারা নিয়ে গেছে ।তিনি এসময় আড়তের মালিকের ছেলে ইকবাল হোসেনকে ফোন করে ।
মেসার্স মোড়ল টের্ডারসের স্বাধিকারী আমজেদ মোড়ল ও তার ছেলে ইকবাল হোসেন আড়তে এসে দেখতে পাই ১৬০ মণ পাট নেই ।যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৩,৬০,০০০ টাকা ।সরেজমিনে দেখা যায়,বড় ট্রাকের ম্যাধমে ডাকাতেরা এ সকল পাঁটের বান্ডিল নিয়ে গেছে ।
সার্কেল এস পি (তালা) সাজ্জাদ হোসেন,পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় এবং স্থানীয় কুমিরা ইউ পি চেয়ারম্যান আজিজুল হক ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন।