তালা

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের পাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের পাড় থেকে লিয়াকত মোড়ল (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তালা বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।লিয়াকত মোড়ল খুলনার পাইকগাছার কাশিমনগর গ্রামের মৃত নাশির আলীর ছেলে।

খবর পেয়ে লিয়াকত মোড়লের মেয়ে তালার সুজনশাহ গ্রামের মর্জিনা বেগম তার মরদেহটি শনাক্ত করেছেন।এসময় মর্জিনা বেগম বলেন, চার দিন আগে আমার পিতা আমাদের বাড়িতে বেড়াতে আসেন। তিনি শারীরিক ও মানসিকভাবে ভীষণ অসুস্থ ছিলেন। আজ (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি আমাদের বাড়ি থেকে বের হন। দুপুরে আমরা খবর পাই।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, উদ্ধারের সময় মরদেহের পাশ থেকে একটি বিষের বোতল পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বিষপানে তার মৃত্যু হয়েছে।

Back to top button