তালাসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার তালায় চালককে ছুরি মেরে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা

সাতক্ষীরার তালায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে লব মন্ডল (২৭) নামে এক মোটরসাইকেল (ভাড়ায় চালিত) চালক আহত হয়েছেন।এসময় তার চিৎকার শুনে পাশেই থাকা পুলিশের টহল টিম দুই ছিনতাইকারীকে আটক ও আহত লব মন্ডলকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে তালা উপজেলার তেঁতুলিয়া বিশ্বাসের মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।আহত মোটরসাইকেল চালক লব মন্ডল খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনাগর গ্রামের উত্তম মন্ডলের ছেলে।তালা থানার এসআই রাজীব সরদার জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেলে দুইজন যাত্রী নিয়ে পাইকগাছা থেকে চুকনগর যাওয়ার পথে তালা উপজেলার তেঁতুলিয়া বিশ্বাসের মোড় নামক স্থানে পৌঁছালে চালকের বুকে ছুরি মারে যাত্রীবেশী ছিনতাইকারীরা।

এসময় তার চিৎকার শুনে পাশে থাকা তালা থানা পুলিশের টহল টিম তাদেরকে ধাওয়া করে আটক করে।আটককৃতরা হলেন, পাইকগাছা উপজেলার জলিল গাইনের ছেলে সজীব গাইন (২১) ও মিজানুর রহমান গাজীর ছেলে সজীব মিলন (১৯)।তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সবুজ বিশ্বস জনান, লব মন্ডলের বুকের দু’জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে।

তবে বর্তমানে তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন।তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঘটনাস্থল থেকেই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button