সাতক্ষীরার দেবনগরে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে
সাতক্ষীরার দেবনগরে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতা ওই কিশোরীরর বাবা বাদী হয়ে গত ২৪ অক্টোবর ধর্ষক আমজাদ হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এর আগে গত ২০ অক্টোবর এ ধর্ষনের ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ধর্ষক আমজাদ হোসেন (৬০) সদর উপজেলার উত্তর দেবনগর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র। মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্যাতিতা ওই কিশোরীর বাবা ও মা অভিযুক্ত আসামী আমজাদ হোসেনের ধানের চাতালে কাজ করতেন।
প্রতিদিন ভোরে তারা সেখানে কাজ করতে যাওয়ায় বাড়ীতে কেউ না থাকার সুযোগে ধর্ষক আমজাদ হোসেন তাকে নানাভাবে প্রলুব্ধ করে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করেন। সর্বশেষ গত ২০ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে তার বাবা-মা বাড়ীতে না থাকার সুযোগে লম্পট আমজাদ হোসেন আবারো ওই কিশোরীকে ধর্ষন করে পালিয়ে যান। পরে ওই কিশোরী বিষয়টি বাড়ির সকলকে জানায়।
বিষয়টি নিয়ে ওই কিশোরীর বাবা-মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পর এক পর্যায়ে গত ২৪ অক্টোবর প্রতিবেশী শাহিদা খাতুন ও নার্গিস খাতুনকে সাক্ষী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৬৬।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম জানান, তিনি সদর থানায় গত ২৭ অক্টোবর যোগদান করেছেন। বিষয়টি তার যোগদানের আগের ঘটনা হওয়ায় তিনি বিষয়টি খোঁজ খবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন বলে আরো জানান এই পুলিশ কর্মকর্তা