সাতক্ষীরা সদর

সাতক্ষীরার বকচরা মোড় থেকে ৪ কেজি রূপার গহনাসহ আটক ১

অনলাইন ডেস্ক:

সাতক্ষীরা বাইপাস সড়কের বকচরা মোড় এলাকা থেকে চার কেজি রূপার গহনাসহ মজনু দালাল নামে এক চোরকারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ নভেম্বর) ভোররাতে রূপার গহনাসহ তাকে আটক করা হয়।আটক মজনু দালাল সদর উপজেলার বাশদহা কুলিডাঙ্গা এলাকার ইব্রাহিম দালালের ছেলে।

সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বাইপাস সড়কের বকচরা এলাকায়অভিযান চালানো হয়। এসময় মোটরবাইকে আসা মজনু দালালের শরীর তল্লাশী করে বিশেষভাবে রক্ষিত রূপার গহনাগুলো জব্দ ও তাকে আটক করা হয়।

সম্পর্কিত সংবাদ

তিনি আরও জানান, রূপার গহনাগুলো ভারত থেকে চোরাচালানের মাধ্যমে সাতক্ষীরায় আনা হয়েছিল বলে মজনু জানিয়েছে। জব্দকৃত রূপার দাম প্রায় ৪লাখ টাকা। আটক মজনুকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Back to top button