সাতক্ষীরা সদর

সাতক্ষীরার লাবসায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

“মাদককে না বলি ফুটবলকে হ্যা বলি” স্লোগানে সাতক্ষীরা সদর উপজেলা লাবসা ইউনিয়ন প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৭ অক্টোবর) বিকালে মা কোচিং সেন্টারের আয়োজন লাবসা ফুটবল মাঠে ২দলের মধ্যে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।এতে অংশ নেয় মিঠুর নেতৃত্ব লাল একাদশ ও আরাফাতের নেতৃত্ব সবুজ একাদশ।নিধারিত ৬০ মিনিটের খেলা শেষে সবুজ দলকে০-২ গোলে লাল দল পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মা কোচিং সেন্টারের পরিচালক মো. এমামুল ইসলাম নাহিদ, আরিফুল ইসলাম রিপন, মো. শফিকুল ইসলাম সফি, শেখ সাদিকুর রহমান, প্রমুখ।

ম্যাচ পরিচালনায় সহকারী রেফারির দায়িত্ব পালন করেন সোহাগ ও ফয়সাল। সেরা প্লেয়ার নির্বাচিত হয় নাইম ও বক্কর।

Back to top button