শ্যামনগরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষকের বাড়িতে ডাকাতি

ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মটর সাইকেল ও স্বর্নালংকার এবং নগদ টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত দুইটার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের আব্দুল কাদের স্কুল এন্ড কলেজ এলাকার পরিমল কুমার রায়ের বাড়িতে ঘটনাটি ঘটে। কৌশলে পরপর তিনটি গেটের তালা ভেঙে ১০/১২ জন মুখোশ পরা দুবৃর্ত্ত ঘরে ঢুকে প্রায় ৫০ মিনিট ধরে ঐ তান্ডব চালায়। এসময় তারা পরিবারের সদস্যদের মারধর করে আটকে রেখে একটি মটর সাইকেল, পাঁচ ভরি স্বর্নালংকার নগদ প্রায় ৬০ হাজার টাকা, ৩৫ পিছেরও বেশী নুতন শাড়ী কাপড় ও দুটি ফোন নিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থল পরির্দশন করে।

সম্পর্কিত সংবাদ

ভুক্তোভোগী পরিমল কুমার রায় জানান বৃহস্পতিবার রাত দুইটার দিকে বাড়ির কলাপসিপল গেটসহ আরও দুটি গেট শাবল দিয়ে ভেঙে মুখোশ পরিহিত দুবৃর্ত্তরা ঘরের মধ্যে ঢুকে পড়ে। এসময় হাতে থাকা একমাত্র শর্ট গান দিয়ে স্ত্রী ও পুত্রসহ তাকে একটি কক্ষে আটকে দিয়ে ৫০ মিনিট ধরে তারা তান্ডব চালায়। যাওয়ার সময় বাইরে থেকে তাদেরকে তালাবদ্ধ করে যায় জানিয়ে তিনি আরও বলেন তার ছেলের ব্যবহৃত মটর সাইকেল, সাড়ে পাঁচ ভরি সোনার অলংকার, শ্রাদ্ধ উপলক্ষে পাওয়া প্রায় ৪০পিছ শাড়ী এবং নগদ টাকাসহ সাত লাখেরও বেশী টাকার মালামাল লুট করেছে দুবৃর্ত্তরা। এঘটনায় শ্যামনগর থানায় তিনি অভিযোগ দায়ের করবেন বলেও জানান।

শ্যামনগর থানার অফিসমার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তোভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পুলিশ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

Back to top button