সাতক্ষীরায় একটি শর্টগান ও ৩ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। রোববার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ঢালিপাড়া নামকস্থান থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মোঃ কামাল হোসেন (৩০)। সে সাতক্ষীরার দেবহাটা থানার বহেরা গ্রামের মোঃ শওকত আলীর ছেলে।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, রোববার রাতে ৩৩ বিজিবি’র আওতাধীন গাজীপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. আহসান হাবিবের নেতৃত্বে বিজিবি সদস্যরা আলিপুর ঢালিপাড়া নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় আটক মো. কামাল হোসেনকে মোটরসাইকেলসহ আটক করা হয়। তাকে তল্লাসি করে উক্ত শর্টগান (পিস্তল) ও গুলি উদ্ধার করা হয়। মোটরসাইকেলসহ আটক অস্ত্র ও গুলির মূল্য ২ লাখ ১০ হাজার ৬০০টাকা। আটককৃতকে আজ সকালে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।