সাতক্ষীরায় বর্ণিল জমকালো আয়োজনের মধ্য দিয়ে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরায় বর্ণিল জমকালো আয়োজনের মধ্য দিয়ে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধনব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের বাবুলিয়া ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি ইউনিয়নের বাবুলিয়া ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্ট কমিটির আহবায়ক মীর তানজির আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমাদের নতুন প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে খেলা-ধূলার বিকল্প নেই। নতুন প্রজন্মকে মাঠমুখী করতে খেলা-ধূলার প্রসার ঘটাতে হবে। জঙ্গি, মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ মুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা দরকার। দেশের জনগণকে শান্তি ও স্বস্তি দিতে জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অঙ্কিার গ্রাম হবে শহর সে লক্ষ্যে শহরের সুবিধা গ্রামে পৌছে দিতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কাজ করছে।”
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক তাপষ আচার্য্য, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, জেলা ছাত্ররীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমুন হোসেন, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর শাহিন প্রমুখ। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী খেলায় অংশ নেয় বাঁশদহা ইউনিয়ন দল বনাম আগরদাঁড়ি ইউনিয়ন দল।
প্রথমার্ধের খেলার নির্ধারিত সময়ে আগরদাঁড়ি ইউনিয়ন দল ২টি গোল করে। দ্বিতীয়ার্ধের খেলায় তুমুল লড়াইয়ের পরও বাঁশদহা ইউনিয়ন দল গোলের দেখা পায়নি। আগরদাঁড়ি ইউনিয়ন দলের পক্ষে প্রথম গোলটি করে কামরুজ্জামান এবং দ্বিতীয় গোলটি করে সুমন। ফলে বাঁশদহা ইউনিয়ন দলকে ২-০ গোলে পরাজিত করে আগরদাঁড়ি ইউনিয়ন দল উদ্বোধনী খেলায় জয়লাভ করে। খেলা পরিচালনা করে রেফারী নাসির উদ্দিন, সহকারি রেফারী ছিলেন ইকবাল কবির খান বাপ্পি, পিপুল খান ও আব্দুল গফ্ফার। দুপুর ২টার পর থেকেই বাবুলিয়া ফুটবল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। হাজার হাজার দর্শক উদ্বোধনী খেলাটি উপভোগ করে। সোমবার ১৯ সেপ্টেম্বর বিকাল ৩টায় আলিপুর পুষ্পকাটি ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে।দ্বিতীয় খেলায় অংশ নেবে আলিপুর ইউনিয়ন দল বনাম ব্রহ্মরাজপুর ইউনিয়ন দল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।
Aloha, makemake wau eʻike i kāu kumukūʻai.