সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩২টি মোবাইল হস্তান্তর

সাতক্ষীরায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩২টি মোবাইল এবং ভুলবশত: অন্যের বিকাশ নাম্বারে চলে যাওয়া ১ লক্ষ ৯১ হাজার টাকার মধ্যে দুই ব্যক্তির কাছ থেকে ৫৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট পৌছে দিয়েছে জেলা পুলিশ।

সোমবার বেলা ১ টায় সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের আয়োজনে সাতক্ষীরা পুলিশ লাইন্সে উদ্ধারকৃত ৩২টি মোবাইল ফোন ও বিভিন্ন সময়ে বিকাশ এজেন্টের মাধ্যমে খোয়া যাওয়া ৫৭ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

সম্পর্কিত সংবাদ

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অফস) কনক কুমার দাস প্রমুখ।

Back to top button