সাতক্ষীরায় শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে আইনশৃংখলা বিষয়ক মত বিনিময় সভা
ডেস্ক রিপোর্ট:
ধর্ম যার যার উৎসব সবার’ এই প্রতিপাদ্য শ্লোাগান নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে সাতক্ষীরায় আইনশৃংখলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে রোববার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কনক কুমার দাশ, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আতাউল হক দোলন, আমিনুল ইসলাম লাল্টু, মুজিবর রহমান ও কলারোয়া পৌর মেয়র সহ সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ, সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, হিন্দু বৈদ্ধ্য খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলসহ বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
পুলিশ সুপার এ সময় বলেন, সকলের সহযোগিতায় সার্বজনীন দূর্গা পূজা নিরবচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। এ বছর জেলায় শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত করার লক্ষ্যে জেলার সকল মন্ডপ গুলোতে প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা মত সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।