সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
একরামুজামান জনি :
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান, প্রফেসর মোজামেল হক, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনারুল ইসলাম, সদস্য আব্দুল হাকিম, কারিমা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবু তাহের ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল আজিজ, সহকারী শিক্ষক আব্দুল মালেক সহ বিদ্যালয়ের শিক্ষকরা।