সাতক্ষীরা জেলা

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হলেন নাজমুল শিকদার

বার্তা সম্পাদক : খন্দকার আবীর হাসান

সাতক্ষীরা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব  করেন  সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান পিপিএম।

সভায় পুলিশ সুপার  সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষনিক সমাধান করেন।পুলিশ সুপার  অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা,মেসে উন্নত খাবার পরিবেশন,ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা,ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা,স্বাস্থ্য সচেতনতা,ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা,ডেংগু সম্পর্কে সতর্ক থাকা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

কল্যাণ সভায় পুলিশ সুপার  জুন/২০২৩ খ্রিঃ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার-ফোর্সের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেন।সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন-

১.বিশেষ সম্মাননা চৌকস অফিসারঃজনাব মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সাতক্ষীরা।
২.শ্রেষ্ঠ চৌকস অফিসার (সার্কেল) মীর আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),সাতক্ষীরা।
৩.শ্রেষ্ঠ চৌকস অফিসার ইনচার্জঃ মোহা : মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ,কলারোয়া থানা,সাতক্ষীরা।

৪.শ্রেষ্ঠ সেবা প্রদানকারী কর্মকর্তা(বিশেষ সম্মাননা)-মোঃইয়াছিন আলম চৌধুরী,ডিআইও-১,ডিএসবি, সাতক্ষীরা।
৫.শ্রেষ্ঠ চৌকস অফিসার (ডিবি), তারেক ফয়সাল ইবনে আজিজ,ওসি,জেলা গোয়েন্দা শাখা(ডিবি),সাতক্ষীরা।

৬.শ্রেষ্ঠ চৌকস অফিসার(ট্রাফিক বিভাগ),সার্জেন্ট/এস.এম নাজমুল শিকদার,ট্রাফিক বিভাগ, সাতক্ষীরা।
৭.শ্রেষ্ঠ চৌকস অফিসারঃক্যাটাগরি এসআই(নিঃ), আব্দুল বাকী,এসআই(নিঃ),কলারোয়া থানা,সাতক্ষীরা।
৮.শ্রেষ্ঠ চৌকস অফিসার(ডিএসবি) শেখ হাবিবুর রহমান,এসআই (নিঃ),জেলা বিশেষ শাখা(ডিএসবি),সাতক্ষীরা।
৯.শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা(বিশেষ সম্মাননা) – তন্ময় ,সদর থানা,সাতক্ষীরা।
১০.শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা (বিশেষ সম্মাননা)-মোঃওহিদুল ইসলাম বিপিএম,এসআই(নিঃ),আইসিটি শাখা,সাতক্ষীরা।
১১.শ্রেষ্ঠ চৌকস অফিসারঃক্যাটাগরি এএসআই(নিঃ), কবির হোসেন,এএসআই (নিঃ),আশাশুনি থানা,সাতক্ষীরা।
১২.শ্রেষ্ঠ দফাদার-মোঃকামরুজ্জামান,দফাদার,১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন, সাতক্ষীরা।
১৩.শ্রেষ্ঠ চৌকিদার -মোঃশহিদুল ইসলাম,১০ নং আগরদারী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড,সাতক্ষীরা।

কল্যাণ সভায় জুন/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় জেলা পুলিশ,সাতক্ষীরার পক্ষ থেকে পুলিশ সুপার, সাতক্ষীরা  কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।উক্ত কল্যাণ সভায় এসময় উপস্থিত ছিলেন  মোঃসজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),  মোঃআমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), আতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মোঃআমিনুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল), মোঃ সাজ্জাদ হোসেন,সহকারী পুলিশ সুপার, (তালা সার্কেল), এমজে সোহেল,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ),সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।

Back to top button