সাতক্ষীরা জেলা
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ হাসান ও সাধারণ সম্পাদক অয়ন


সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ এহছান হাবীব অয়নকে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৩ বছরের জন্য
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর সাতক্ষীরা পিএন হাইস্কুল মাঠে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়।