দেবহাটা

সাতক্ষীরা দেবহাটায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :

দেবহাটা থানা পুলিশের অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার হয়েছে। শনিবার দেবহাটা থানার এসআই আসিফ মাহমুদ, এএসআই শামীম হোসেন অভিযান চালিয়ে সখিপুর এলাকা হতে উক্ত আসামীকে গ্রেফতার করে। আটককৃত আসামীর নাম আফজান ঢালী। সে দক্ষিন সখিপুর গ্রামের শের আলী ঢালীর ছেলে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ
Back to top button