সাতক্ষীরা সদর

সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতীকে কারাগারে পাঠানোর নির্দেশ

নাশকতার মামলায় সাতক্ষীরা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ জুলাই ) সাতক্ষীরার জেলা ও দায়রা জর্জ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে সিনিয়র বিচারক চাঁদ মোহাম্মাদ আব্দুল আলী আল রাজী  তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি শহরের কামালনগর এলাকার বাসিন্দা। তিনি টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে সাতক্ষীরা পৌর মেয়রের দায়িত্ব পালন করছেন।সাতক্ষীরা জজ কোর্টের পি পি আব্দুল লতিফ জানান, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী সাতক্ষীরা সদর থানার একটি মামলায় জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে পৌর মেয়রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Back to top button