সাতক্ষীরা জেলা

সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ বিএনপির ১০ নেতাকর্মী আটক

ডেস্ক রিপোর্ট :

সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।সোমবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে শহরের কাসেম প্লাজায় নবগঠিত সাতক্ষীরা পৌর বিএনপির সভা চলাকালে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের আলী, পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন উল্লেখযোগ্য।

সম্পর্কিত সংবাদ

সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডবলু জানান, কাসেম প্লাজায় নবগঠিত পৌর বিএনপির সাংগঠনিক সভা চলছিল। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Back to top button