সাতক্ষীরা সিমান্তে বিএসএফ এর গুলিতে আবু হাসান(২৭) নামের এক বাংলাদেশী নিহত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) ভোর রাতে সদর উপজেলার কালিয়ানী সীমান্তের খৈতলার বিপরীতে ভারতের দুবলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু হাসান সীমান্ত লাগোয়া দক্ষিন কুশখালি গ্রামের হায়দার আলীর ছেলে।
নিহতের পিতা হায়দার আলী জানান, শনিবার রাত ৯টার দিকে আবু হাসান বাড়ি থেকে কিছু টাকা নিয়ে বেরিয়ে যায়।।এরপর ভোর ৫টায় দুবলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে ফেলে রেখে গেছে এমন খবর পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল খুলনার ৫০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ৭টায় দিকে মারা যান।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, নিহত আবু হাসান চোরাকারবারির কাজ করতো। তার বিরুদ্ধে কয়েকটি মাদকের মামলা রয়েছে। আবু হাসানের পেটের একপাশে গুলি লেগে অপর পাশ ছিদ্র হয়ে বের হয়ে গেছে। তবে বিএসএফ গুলি করার বিষয়টি অস্বীকার করেছে। কিছুক্ষনের মধ্যেই বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শুরু হলে বিস্তারিত জানা যাবে।