বাংলাদেশ
সুন্দরবন থেকে কীটনাশক দিয়ে আহরিত ১৩ মন চিংড়িসহ আটক ২
খুলনার কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে সুন্দরবন থেকে কীটনাশক দিয়ে আহরিত ১৩ মন চিংড়ি মাছসহ ২জনকে আটক করেছে।
সোমবার (২৮ আগস্ট) ভোর ৬টার দিকে কয়রা থানার এসআই ফরিদুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিনাপানি স্লুইচ গেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বিনাপানি গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে হাসানুজ্জামান ওরফে কলিম (৩৫) ও পাথরখালী গ্রামের হযরত মোল্যার ছেলে আব্দুল্যাহ আল মামুন (২৫)।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, নৌকা যোগে নিয়ে আসা ৯ বস্তা ও ৩টি ক্যারেট ভর্তি মাছসহ তাদের আটক করা হয়েছে। এ সময় নৌকা নিয়ে অন্যরা নদীতে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।