৪১টি নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে সাতক্ষীরার শিশুশিল্পী আরিয়ান
কাজল আরেফিনের ‘হ্যালো বেবি’ নাটকের মাধ্যমে সারাদেশে বিপুল জনপ্রিয় শিশুশিল্পী আবদুল্লাহ আরিয়ান। আরিয়ান নিজের অভিনয়ের মাধ্যমে নাট্যাজগতে ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি চপস্টিক নুডুলস এর সাথে ৩ বছরের চুক্তিবদ্ধ হয়েছে।
তার অভিনীত নাটকগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে বেশ! ‘হ্যালো বেবি’ নাটকটি ইউটিউবে প্রচারের প্রথম দিনেই ১ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এই নাটক ছাড়াও সে ‘মাসুম’, ‘মাস্টার প্ল্যান’, ‘ফিরে দেখা’, মাতাল হাওয়া, ‘আলো আসবেই’ হ্যালো বেবি, অস্থির প্রেমিক,একটু খানি,ডে কেয়ার, মাসুম,নো মোর ক্রাই,মাস্টার প্লান,ফিরে দেখা, মাতাল হাওয়া, ব্যাংকার গার্লফ্রেন্ড, কেরানীর বাপ,আলো আসবেই, স্টুডেন্ট বউ, প্রমুখ প্রায় ৪১ টার মত নাটক এছাড়াও দুই মুভি ৪ টা বিজ্ঞাপন,,একটি ওয়েব সিরিজসহ অনেক নাটক এবং বিজ্ঞাপন করেছে। ইতোমধ্যেই তার অভিনীত অনেকগুলো নাটক প্রচারিত হয়েছে, বাকিগুলো প্রচারের অপেক্ষায়৷ বর্তমানে নাটক এবং বিজ্ঞাপনের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময়ই পার করছে লিটলস্টার আব্দুল্লাহ আরিয়ান।
সহকারী উপ- পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম রাজুর একমাত্র সন্তান আবদুল্লাহ আরিয়ান। বাংলাদেশ পুলিশে দক্ষতার সঙ্গে কর্মজীবন পরিচালনার পাশাপাশি তরিকুল নিজেও টেলিভিশন মিডিয়ায় অভিনয়শিল্পী হিসেবে কাজ করছেন। ইটাগাছা সাতক্ষীরার ছেলে আবদুল্লাহ আরিয়ান । তবে চাকরির সুবাদে ছেলে আরিয়ান সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঢাকাতেই বসবাস করছেন তিনি।
একজন সুশিক্ষিত, ভালো মানুষ ও দক্ষ অভিনেতা হিসেবে আরিয়ান নিজেকে গড়ে তুলুক- এমনটাই চান তার বাবা তরিকুল ইসলাম। ছেলের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।