৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মুনজিতপুর স্পোর্টিং ক্লাব
সাতক্ষীরা সদর উপজেলার পিএন হাইস্কুল মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মাহি ফিস একাদশের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুনজিতপুর স্পোর্টিং ক্লাব।
মর্নিং স্পোর্টিং ক্লাবের আয়োজনে শুক্রবার (০৪ নভেম্বর ) বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে (০-০) থাকায় টাইব্রেকারের মাধ্যমে মাহি ফিস একাদশকে হারায় মুনজিতপুর স্পোর্টিং ক্লাব।ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মুনজিতপুর স্পোর্টিং ক্লাবের গোল রক্ষক। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন একরামুজামান (জনি),ইসমাইল হোসেন, সহকারী রেফারি আছাদ হোসেন।
আলহাজ্ব কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন , পৌরসভার মহিলা কাউন্সিলর অণিমা রানী মন্ডল, আশিকুর রহমান শিপলু, জনাব তৈয়বুর রহমান, খন্দকার আওরঙ্গজেব নয়ন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
উক্ত টুর্নামেন্ট এর সার্কিব ব্যাবস্থাপনায় ছিলেন কাজী ফরহাদ হোসেন, মোঃ মঈনউদ্দীন মইন, কাজী মইনুর, মোঃ শরিফুল ইসলাম টুকুন মোঃ হারুন,মোঃ বাবু
বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও ফ্রিজ ও রানার্স আপকে ট্রফি ও এলইডি টিভি প্রদান করা হয়।